পৃথিবীতে কোন মানুষই নিরবিচ্ছিন্নভাবে সুখী কিংবা দুঃখী জীবনযাপন করতে পারেন না। কারণ মানুষের আশা আকাঙ্ক্ষা যেমন শেষ নেই তেমনই মানুষের ক্ষমতাও নির্দিষ্ট পরিধির অন্তর্গত। সেহেতু প্রত্যেকেরই কোন না কোন পরিস্থিতিতে কোন না কোন সময়ে একজন উত্তম বা আদর্শ পরামর্শদাতার প্রয়োজন হয়ে থাকে। কিন্তু, যাকে আমরা একজন উত্তম পরামর্শদাতা বলে বিবেচিত করবো তাকে অবশ্যই কিছু বৈশিষ্ট্যের অধিকারী হতে হবে। একজন উত্তম পরামর্শদাতার বৈশিষ্ট্যগুলি নিম্নে উল্লেখ করা হল-
- ধৈর্যশীল মানসিকতার অধিকারী হওয়া একজন উত্তম পরামর্শদাতার অন্যতম বৈশিষ্ট্য। কারণ পরামর্শদান প্রক্রিয়ার সাফল্য নির্ভর করে পরামর্শদাতার ধৈর্যয়ের উপর, নতুবা এই প্রক্রিয়া ব্যর্থতায় পর্যবসিত হবে।
- সমানুভূতি এমন একটি বৈশিষ্ট্য যার উপর ভিত্তি করে সম্পূর্ণ পরামর্শদান প্রক্রিয়া পরিচালিত হয়ে থাকে। এই বৈশিষ্ট্যের দ্বারা একজন পরামর্শদাতা পরামর্শগ্রহীতার অনুভূতিকে স্পর্শ করে থাকে। সেহেতু একজন উত্তম পরামর্শদাতার সমানুভূতি এবং ব্যক্তিকে বোঝার ক্ষমতাসম্পন্ন হতে হবে।
- পরামর্শগ্রহীতার অঙ্গভঙ্গি, কিংবা শারীরিক ভাষা পর্যবেক্ষণ করে ব্যক্তির মনের অভ্যন্তরীণ মানসিক অবস্থা বুঝতে পারা পরামর্শদাতার অন্যতম দক্ষতা। সেহেতু এই প্রকার বৈশিষ্ট্যও একজন উত্তম পরামর্শদাতার থাকতে হবে।
- একজন উত্তম পরামর্শদাতা পরামর্শদান প্রক্রিয়ায় সততা বজায় রাখবেন।
- একজন উত্তম পরামর্শদাতার অন্যতম উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল তাঁর প্রখর বুদ্ধিসত্তা। একজন পরামর্শদাতা যদি প্রখর বুদ্ধি সম্পন্ন বা মেধাবী না হন তাহলে এই পেশায় তিনি সফলতা অর্জন করে অক্ষম হবেন।
- একজন উত্তম পরামর্শদাতা অবশ্যই প্রাক্ষোভিক সমতার অধিকারী হবেন। পরিস্থিতি যেমনই হোক না কেন তিনি তার প্রাক্ষোভিক ভারসাম্য হারাবেন না এবং স্থির চিত্তে সমগ্র বিষয়টিকে সুষ্ঠুভাবে পরিচালনা করবেন।
_____________________
Your work has captivated me just as much as it has captivated you. The visual display is elegant, and the written content is impressive. Nevertheless, you seem concerned about the possibility of delivering something that may be viewed as dubious. I agree that you’ll be able to address this issue promptly.
Noodlemagazine I’m often to blogging and i really appreciate your content. The article has actually peaks my interest. I’m going to bookmark your web site and maintain checking for brand spanking new information.
For the reason that the admin of this site is working, no uncertainty very quickly it will be renowned, due to its quality contents.